টপ

প্রানের ঝুঁকি নিয়ে ভারনাবাড়ি বীটের তিন কর্মী ও গ্রামবাসীর সহযোগিতায় উদ্ধার করা হল হস্তি শাবককে

ভারনাবাড়ি চা বাগানের দুটি পৃথক পৃথক জলাধার মধ‍্যে পড়ে গেল বাচ্চা হাতি। 

মা হাতির হানায় মারা গেল এক জন। ঘটনাটি ঘটে আজ সকালে কালচিনি ভারনাবাড়ি চা বাগানে ।

            প্রথম ঘটনা আজ সকাল চারটে নাগাদ ভারনাবাড়ি চা বাগানের 12 নং সেকশনে বাগানের জলসেচের জন‍্য নির্মিত এক জলাধারে মা সমেত এক সাত মাসের শাবক পড়ে যায় মা হাতি চেষ্টা করে বেরিয়ে গেলেও শাবক বের হতে পারেনি। পড়ে ভারনাবাড়ি বীটের তিন জন কর্মী গ্ৰামবাসী দের সহায়তায় শাবক টিকে উদ্ধার করে এবং শাবক টি মা হাতির সাথে জঙ্গলে চলে যায় এদিকে ঐ সময়ে বাগানের 16 নং সেকশনে অন‍্য আরেকটি জলাধারে এক দুই বছরের হাতির শাবক পড়ে যায় কিন্ত মা হাতি কাউকে কাছে ঘেসতে দেয় না। পড়ে মা হাতি এলাকা ছেড়ে চলে যাওয়ার পথে সল্কু তিরকি (55) নামক এক লোককে শূড় দিয়ে তুলে আছাড় মারে। আহত ব্যাক্তিকে বনকর্মীরা লতাবাড়ি প্রাথমিক স্বাস্থ কেন্দ্রে নিয়ে গেলে সেখানে তার মৃত‍্যু হয় সল্কু সাঁতালি চা বাগানের গুদাম লাইন এলাকার বাসিন্দা সে বাগানে ঘাস কাটতে এসেছিল। এদিকে পাঁচ ঘণ্টা বাদে বন দপ্তর জেসিবি নিয়ে এসে বাচ্চা হাতিটিকে উদ্ধার করে এবং সে ও মা হাতি সাথে জঙ্গলে চলে যায়। ভোর চারটে নাগাদ দুটো ঘটনা ঘটলেও পাঁচ ঘণ্টা বাদে সকাল নয়টায় হ‍্যামিলণ্টণগঞ্জ রেঞ্জ থেকে লোক আসে তারা এসে উদ্ধার না করে বাচ্চা হাতিটি ফোটো মোবাইল তুলতে ব‍্যাস্ত সাংবাদিকদের ক‍্যামেরা দেখে তারা লুকিয়ে পড়ে। এদিকে ভারনাবাড়ি বীটের তিন কর্মী যারা এক কথায় নিধিরাম সর্দার তারা প্রাণের ঝুঁকি নিয়ে একটা শাবক কে উদ্ধার করছে মা হাতিকে এলাকা থেকে দূরে সড়িয়ে রেখেছে এবং অন‍্য শাবকে বাঁচানোর প্রাণপণ প্রচেষ্টা চালিয়েছে।